প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

নিউজ সুন্দরবন ডেস্ক: আজই প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশ। গেরুয়া শিবির সূত্রে খবর ছিল, মোদির ব্রিগেড সমাবেশের পরই প্রথম দু’দফার প্রার্থীতালিকা প্রকাশ করার কথা ছিল বিজেপির।
প্রথম দফায় পুরুলিয়ার ৯ টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, বাঁকুড়ার ৪ টি, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দ্বিতীয় দফায় বাঁকুড়ার ৬, পূর্ব মেদিনীপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোট হবে।
প্রথম দুই মোট ৫৭ টি নামের তালিকা ঘোষণা করা হয়েছে।
পটাশপুর অম্বুজাক্ষ মোহান্তি
কাঁথি উত্তর সুনীতা সিংহ
কাঁথি দক্ষিণ অরূপকুমার দাস
দাঁতন শক্তিপদ নায়ের
গোপীবল্লভপুর সঞ্জীব মাহাতো
বিনপুর পালন সোরেন
বলরামপুর বনেশ্বর মাহাতো
জয়পুর নরহরি মাহাতো
পুরুলিয়া সুদীপ মুখোপাধ্যায়
ছাতনা সত্যনারায়ণ মুখোপাধ্যায়
তমলুক হরেকৃষ্ণ বেরা
ময়না অশোক ডিন্ডা
নন্দকুমার নীলাঞ্জন অধিকারী
হলদিয়া তাপসী মণ্ডল
নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী
সবং অমূল্য মাইতি
ডেবরা ভারতী ঘোষ
দাসপুর প্রসন্ন বেরা
তালডাংরা শ্যামলকুমার সরকার
বিষ্ণপুর তন্ময় ঘোষ
ইন্দাস নির্মল ধাড়া
গড়বেতা মদন রুইদাস
শালবনি রাজীব কুণ্ডু