যাঁরা দল ছেড়েছেন, তাঁদের সঙ্গে আগে কথা বলা উচিত ছিল:শতাব্দী

নিউজ সুন্দরবন ডেস্ক: যাঁরা দল ছেড়েছেন, তাঁদের সঙ্গে আগে কথা বলা উচিত ছিল। ক্ষোভ প্রশমনে উদ্যোগ নেওয়া উচিত ছিল দলের। ‘দলবিরোধী’ সুর শোনা গেল শতাব্দী রায়ের গলায়।আবার একইভাবে, জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি। দলত্যাগীদেরও দায়িত্ব ছিল দুঃসময়ে পাশে থাকার। এমনটাই মনে করেন শতাব্দী রায়।
শুক্রবার সকালে তারাপীঠে গিয়ে পুজো দিয়ে সেই প্রার্থনাই করলেন শতাব্দী রায়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। লাগাতার দলত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে শতাব্দী বলেন, “যাঁরা সম্মান পাচ্ছেন না, তাঁরা দল ছাড়ছেন। দলের উচিত তাঁদের কথা ভাবা। তাঁদের সঙ্গে কথা বলা।”
সাংসদ বলেন, ‘দল থেকে যাঁরা বেরিয়ে গিয়েছেন, তাঁরা সম্মান পাননি। নেতা ও দল উভয়েরই পরস্পরের প্রতি সম্মান দেখানো উচিত। ছোট ছোট বিষয়ে দলের খেয়ার রাখা উচিত। দলের দায়িত্ব সমস্যার সমাধান করা।তিনি যোগ করেন, ‘দলত্যাগীদেরও দায়িত্ব ছিল দুঃসময়ে দল না ছাড়ার।’ তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার মুখে শতাব্দী রায়েক এই মন্তব্যে ফের জল্পনা রাজনৈতিক মহলে।