বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক, থাকতে পারে প্রায় ৪০ নতুন মুখ

News Sundarban.com :
মার্চ ১, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: আজ তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সূত্রের খবর, আজই প্রার্থীতালিকা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন কমিটির সদস্যরা। সেই তালিকায় কারা স্থান পাবেন, কোন চমক থাকবে তাই নিয়ে আগ্রহের অন্ত নেই। শেষ বেলায় বেশ কিছু নতুন মুখ দলে আসায় জল্পনা আরও জমেছে। সূত্রের খবর, নতুন মুখ এবং ভাবমূর্তি এই শর্তগুলির উপরেই জোর দিতে চাইছে ঘাসফুল শিবির।

২৯৪ কেন্দ্রের দলের প্রার্থী তালিকা তৈরি। এই প্রার্থী তালিকা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কালীঘাটে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক। শুক্রবার ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপর সব রাজনৈতিক দল। সোমবারই তৃণমূলের এক দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে।সূত্রের খবর, প্রায় ৪০ জন নতুন মুখ তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে। পাশাপাশি, তৃণমূলের প্রার্থী তালিকায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের দেখা যাবে বলেও সূত্রের খবর।

তৃণমূলের তালিকায় সম্ভাব্য নাম হিসাবে উঠে আসছে দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম। ইতিমধ্যেই রাজ্য তৃণমূলের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন দেবাংশু। অন্যদিকে উত্তর ২৪ পরগনার যুব নেতা হিসাবে তৃণাঙ্কুরের নামও বেশ চর্চিত। এই দুই তরুণ তুর্কীকে এবার প্রার্থী হিসাবে বিধানসভা ভোটের ময়দানে নামাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বালিতে প্রার্থী হতে পারেন দেবাংশু। ছাত্র পরিষদ থেকে উঠে আসা তৃণাঙ্কুরকে দেওয়া হতে পারে উত্তর ২৪ পরগনার কোনও আসন। সেক্ষেত্রে জল্পনা বীজপুর নিয়ে। যে বীজপুর মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের গড়। শোনা যাচ্ছে মুখপাত্র সুদীপ রাহার নামও।