বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিদি-মোদীর রাজনৈতিক ডিএনএ এক: অধীর চৌধুরী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৮, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বিমান, সূর্যর সুরেই এদিন অধীর বলেন, “আমাদের লড়াই বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে। ওরা স্বার্থ চরিতার্থ ছাড়া আর কিছু বোঝে না। এটা একটা নমুনা। সরকার বদলনা অভি বাকি হ্যয়। সকলকে এককাট্টা হয়ে লড়তে হবে।” তাঁর কথায়, “দিদি-মোদীর রাজনৈতিক ডিএনএ এক। কোনও তফাৎ নেই। এত বড় সভামঞ্চে বক্তব্য রাখার সুযোগ এই প্রথম। ব্রিগেডে ভাষণ দিতে উঠে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মোদির জমানায় তেলের দাম আগুন’ ‘একদিকে কোহালি, অন্যদিকে মোদি সেঞ্চুরি হাঁকাচ্ছেন’। ‘বাংলার মুখ্যমন্ত্রী ১ টাকা তেলের দাম কমিয়েছেন’ ‘বাংলার মুখ্যমন্ত্রীর দয়ার প্রয়োজন নেই।

এদিন তিনি আরও বলেন, ব্রিগেডের ময়দানে আজ পরিবর্তনের রামধনু। আমাদের লক্ষ্য সাম্প্রদায়িক শক্তির আগ্রাসন রুখে দেওয়া। তৃণমূল নেত্রী মমতা দেখে যান, মোর্চার ক্ষমতা। আমাদের লক্ষ্য সাম্প্রদায়িক শক্তির আগ্রাসন রুখে দেওয়া। তৃণমূল নেত্রী মমতা দেখে যান, মোর্চার ক্ষমতা। যাঁরা বোঝাতে চাইছে নির্বাচন হবে তৃণমূল-বিজেপি।
অধীর বলেন, সভা প্রমাণ করছে সংযুক্ত মোর্চা তৃণমূল-বিজেপিকে ছাপিয়ে যাবে। আগামী দিনে টিএমসি-বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা থাকবে।

‘সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। ‘আজকের সভা প্রমাণ করছে তৃণমূল-বিজেপির অপশক্তি বিদায় নেবে। ‘সরকারের বদল এখন শুধু সময়য়ের অপেক্ষা।