বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে আজই ভোটের দিন ঘোষণা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে আজই ভোটের দিন ঘোষণা। বিকেলে বিজ্ঞান ভবনে বৈঠক করবে নির্বাচন কমিশন। সেখানেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল, পুদুচেরি, তামিলনাড়ু, অসমের ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে। এ ক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে লাগু হয়ে যেতে পারে নির্বাচনী আচরণবিধি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৭-৮ দফায় নির্বাচন হতে পারে বাংলায়। পশ্চিমবঙ্গে ২৯৪ বিধানসভা আসনে ভোট। তামিলনাড়ুতে ২৩৪ বিধানসভা আসনে ভোট।

কেরলে ১৪০ বিধানসভা আসনে, অসমে ১২৬ বিধানসভা আসনে এবং পুদুচেরিতে ৩০ বিধানসভা আসনে নির্বাচন। কমিশন সূত্রে খবর, অসমে ২-৩ দফা, পুদুচেরীতে ২ দফা, তামিলনাড়ুতে এক দফা, কেরলে ১-২ দফায় হতে পারে ভোট। উল্লেখ্য, বৃহস্পতিবারই রাজ্যের উচ্চপদস্থ আমলা, জেলার পদস্থ আধিকারিক, পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন।