শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের পৃথক দুই হামলায় নিহত ৩৬ জন

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৫, ২০২১
news-image

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের পৃথক দুই হামলায় ৩৬ জন নিহত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশে বিদ্রোহীদের গ্রেনেড নিক্ষেপের পরদিনই এ ঘটনা ঘটল। দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।

 

 

 

দুদিনের ক্রমাগত হামলায় কদুনায় ও ক্যাটসিনা রাজ্যে ১৮ জন করে গ্রামবাসী নিহত হয়। এ দুই হামলায় অনেক মানুষ আহত হয়েছে। হামলাকারীরা গ্রামের বাড়িঘরও পুড়িয়ে দেয়।

উত্তর নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে দুষ্কৃতকারীদের হামলায় কয়েক শ হত্যার ঘটনা ঘটেছে। বেড়েছে অপহরণের ঘটনাও। পরপর দুদিনের এ হামলা নাইজেরিয়ার নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ বুহারির কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীর প্রধানদের সরিয়ে দেন। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপকহারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই তিনি এ সিদ্ধান্ত নেন। আর এ ঘটনার প্রায় এক মাসের মধ্যে সাম্প্রতিক হামলাটি হলো।

গত সপ্তাহে বন্দুকধারীরা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের আবাসিক স্কুলের এক শিক্ষার্থীকে হত্যা করে। অপহরণ করে ৪২ জনকে, যার মধ্যে শিক্ষার্থী আছে ২৭ জন।