শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘুড়ির জন্যই জীবন গেল ১০ বছরের কিশোরের

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৮, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: ঘুড়ির নেশা ছিল প্রচন্ড। সেই ঘুড়ির জন্যই জীবন গেল ১০ বছরের কিশোর নীরজ দাসের। ঘুড়ি ওড়ানোর জন্য রবিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর সে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে বালি সরখেল পাড়ার স্থানীয় এক নির্মীয়মান বহুতলের লিফটের গর্তের ভেতর থেকে উদ্ধার হয় মৃত নীরজের মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান ঘুড়ি ধরতে গিয়েছিল নির্মীয়মাণ ছ’তলা বহুতলের ছাদে। সেখ্যনেই কোনভাবে অসাবধানতাবশত পা পিছলে লিফটের গর্তে পড়ে মৃত্যু হয় তার। সেখানে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় সে কোনো রকম বাধা ছাড়াই ছাদে উঠে গিয়েছিলো। সেই কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা বলে পুলিশের মনে করছে। তবে নির্মীয়মান বহুতলে মালিকের বিরুদ্ধে পুলিশের কাছে কোন করেনি মৃতের মৃত কিশোরের পরিবার।

উল্লেখ্য ঘুড়ির প্রচন্ড নেশা ছিল বালির শিবু চক্রবর্তী লেনের বাসিন্দা নীরজের। প্রতিদিনের মতোই ঘুড়ি ওড়াবার জন্য রবিবার বিকেলের বাড়ি থেকে বেড়িয়েছিল। এর পর থেকে কোনও খোঁজ মেলেনি তার। বুধবার রাত পর্যন্ত পাওয়া যায়নি তার। তার পরিবারের তরফে বালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। বালির শিক্ষা নিকেতন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র নীরজ। নীরজের বাবা গোপাল দাস টোটো চালক। মা ইন্দ্রানি দাসের লিলুয়ায় একটি বিউটি পার্লার রয়েছে। রবিবার বিকেলে স্থানীয় বালক সংঘের মাঠে ঘুড়ি ওড়াতে বেরিয়ে নিখোঁজ হয় সে।