বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৪, ২০২১
news-image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। এই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে।

এর আগে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর পরপরই সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তাজিকিস্তানে।

ওই ভূমিকম্পের প্রভাবে দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। এ সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আসেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেছেন, ‘দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’