শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দনা টিয়া পাখি উদ্ধার

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৪, ২০২১
news-image

বাসের মধ্যে থেকে উদ্ধার প্রচুর চান্দনা টিয়া পাখি।আটক দুই।রাচি থেকে বাবু ঘাটে আসে এই টিয়া পাখি।বাসের ডিককির মধ্যে থেকে উদ্ধার।আটক করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।বাসটি ও আটক করা হয়।

সূত্রের খবর
গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় যে রাচি থেকে একটি বাস বাবু ঘাটে আসছে।এবং সেই বাসের ডিককির মধ্যে প্রচুর টিয়া পাখি রয়েছে।সেই মত আজ ভোর বেলায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর আধিকারিকরা বাবু ঘাটে ওত পেতে থাকে ।বাস বাবু ঘাটে আসতেই ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়।বাসের ডিককির মধ্যে থেকে ২৫০ টি চান্দনা টিয়া পাখি উদ্ধার হয়।এর পরেই বাসের চালক নারায়ণ সিং ও খালাসি তফিক আলম কে আটক করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই পাখি গুলি কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য যাওয়ার কথা ছিল।তবে কে নিত এই পাখি আর কার কাছ থেকে আনা হয়েছে জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।বাস টিকেও আটক করা হয়েছে।