শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বেহালায় সাংবাদিকদের মুখোমুখি শিক্ষামন্ত্রী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১১, ২০২১
news-image

আজ সন্ধ্যায় বেহালায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন, ভ্যাক্সিনেশন শেষ হলেই নাগরিকত্ব দেওয়া শুরু হবে অমিত শাহের কথার পরিপ্রেক্ষিতে বললেন আমাদের দলের যা সিদ্ধান্ত সেটাই নেওয়া হবে। মমতা ব্যানার্জি যতদিন না হারবে ততদিন আমি বারবার আসবো এই কথার উত্তরে জানান যে অমিত শাহ প্রত্যেকদিন আসুক তাতে কোনো যায় আসে না। দক্ষিণ ভারতের স্কুল খোলায় অনেকের কোভিড ধরা পড়েছে এখানে আগামী কাল থেকে স্কুল খুলছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে বললেন, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে ভালো করে জানিয়ে দেওয়া হয়েছে যদি কারোর করোনা হয় যাতে চেপে না যায় সবাই ভালো থাকুক সুস্থভাবে স্কুলের পঠন পাঠন শুরু হোক। নারায়ণী সেনা এই নামে একটি রেজিমেন্ট করা হবে ভারতীয় সেনাবাহিনীতে সেটা ঘোষণা করলেন অমিত শাহ আর মতুয়াদের সব দাবি দাওয়া পুরন করা হবে এবং নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে না এই কথার উত্তরে বললেন, এই রকম প্রতিশ্রুতি দেওয়ার কোন অর্থ নেই কত কিছুই তো বলেছিল একটাও কাজে করেছে। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে, 2 কোটি মানুষকে চাকরি করে দেবে বলেছিল দিয়েছে সেটা? সবই নির্বাচনী চমক দিয়ে যাচ্ছে। সুজনের কথার উত্তরে তিনি বললেন বাংলার মানুষের পাশে দাঁড়াক তাহলেই হবে।