শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের নদীতে পর্যটকদের নৌকা ডুবিতে মৃত ১,নিখোঁজ ১ মহিলা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের নদীতে ডুবলো পর্যটক বোঝাই বোট।ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ঝড়খালি কোষ্টাল থানার ঝড়খালি জেটিঘাটে। ঘটনায় মৃত্যু হয়েছে এক পর্যটকের।পাশাপাশি একজন মহিলা পর্যটক নিখোঁজ রয়েছেন।মৃতের নাম সুবোধ জীতানু(৬৫)।মৃতের বাড়ি আসানসোল রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকা। অপর দিকে কলকাতার কুঁদঘাট এলাকার বাসিন্দা নিখোঁজ পর্যটক প্রতিমা দোলুই এর খোঁজে সুন্দরবনের হেড়োভাঙা নদীবক্ষে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ঝড়খালি জেটিঘাট থেকে ২১ জনের এক পর্যটক দল একটি বোটে উঠে সুন্দরবন ভ্রমণের জন্য।এদের মধ্যে ২ জন শিশু ছিল।বোটটি জেটিঘাট ছেড়ে সামান্য কিছুটা দূরে গেলে আচমকাই বোট টি ঝড়খালির হেড়োভাঙ্গা নদীতে উল্টে গিয়ে ডুবে যায়।সেই সময় নদীতে মৎস্যজীবীরা মাছ ধরছিলেন। চোখের সামনে আচমকা এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটতে দেখে তারা এগিয়ে যায়।তড়িঘড়ি উদ্ধার কাজে নেমে পড়েন।তারা মুহূর্তে ২০ জন পর্যটক কে উদ্ধার করে।আর এই উদ্ধার করার সময় এক জন পর্যটক হৃদরোগে আক্রান্ত হয়।তাকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এদিকে নদীতে জোয়ারে থাকায় প্রবল বেগে স্রোত বইছিল।প্রবল স্রোতের টানে প্রতিমা দোলুই নামে এক মহিলা পর্যটক নদীর জলে তলিয়ে যায়।তার খোঁজে ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ জল পথে এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে।পুলিশ সুত্রে জানাগেছে একটি বোটে ২১ জনের এক পর্যটক দল নিয়ে সুন্দরবনের ভ্রমনে যাওয়ার সময় হঠাৎই বোটটি উল্টে গিয়ে নদীতে ডুবে যায়। ঘটনায় এক জন পর্যটক নিখোঁজ।অন্যান্যদের সকলকে উদ্ধার করা হয়।তবে উদ্ধার করার সময় এক জন পর্যটকের হৃদরোগে আক্রান্ত হয়।তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।