শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিধানসভা নির্বাচনের আগেই সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে প্রত্যন্ত গ্রামে হাজীর পুলিশ সুপার

News Sundarban.com :
জানুয়ারি ৩০, ২০২১
news-image

নিজস্ব প্রতি নিধি,ক্যানিং- বিধানসভা নির্বাচন ঘোষিত না হলেও প্রায় দোর গোড়ায়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব প্রায় শুরু করে দিয়েছেন। এমতো অবস্থায় নির্বাচনের আগে কিংবা পরে সাধারণ মানুষজন যাতে আতঙ্কের মধ্যে না থাকে এবং নিশ্চিন্তে যাতে নিজের ভোট নিজেই প্রদান করতে পারেন তার জন্য সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় শুরু হল পুলিশি ঢহলদারী ও সাধারণ মানুষের ভয় ভীতি আতঙ্ক দূর করার কর্মসূচি।

শনিবার প্রত্যন্ত সু্ন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন উপকুল থানা এলাকার আমতলি,শম্ভুনগর,কুমীরমারী সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে এমন পুলিশি ঢহল।এদিন এমন কর্মসুচীর নেতৃত্বে ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন।

অন্যান্যদের মধ্যে ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক গোবিন্দ শিকদার,সুন্দরবন উপকুল থানার ভারপ্রাপ্ত আধিকারীক সুশোভন সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারীক গণ।ঢলহদারীর পাশাপাশি এলাকায় যাতে করে কোন প্রকার অসামাজিক ক্রিয়াকলাপ না হয় এবং এলাকার দুষ্কৃতিরা যাতে করে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়েও এলাকাবাসীদের কে সতর্ক করে দেওয়া হয়।