শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুস্থ আছেন মহারাজ

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০২১
news-image

অপারেশনের পর বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। বাড়ি ফিরতে পারেন শীঘ্রই। দুটি ধমনিতে বসানো হয়াছে স্টেন। বৃহস্পতিবার প্রবাদপ্রতীম হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির উপস্থিতিতে ‘সাকসেসফুল’ হয়েছে অপারেশন।

অপারেশেনের পর বেডে দেওয়ার পর মহারাজের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীও সাংবাদিকদের জানান, ভালো আছেন সৌরভ। শুক্রবারও অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভালো ঘুম হয়েছে মহারাজের।

তবে নিয়ম মাফিক শুক্রবারেও বেশ কিছু মেডিক্যাল টেস্ট করা হবে। এদিনই জেনারেল বেডে দেওয়া হবে সৌরভকে। বৃহস্পতিবার এনজিওপ্ল্যাস্টি করে সৌরভের বাকি দুই ধমনিতে স্টেন্ট বসানো হয়েছিল। পুরো অস্ত্রোপচারের তত্ত্বাবধানে ছিলেন দেশের দুই শীর্ষস্থানীয় কার্ডিওলজিস্ট দেবী শেঠি এবং অশ্বিনী মেহতা। শুক্রবার সকালে কৃত্রিমভাবে অক্সিজেন সাপ্লাই ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন সৌরভ।