শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেণুবন পয়েন্ট পরিদর্শনে বিধায়ক

News Sundarban.com :
জানুয়ারি ১২, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: বেণুবন পরিদর্শন করলেন বিধায়ক। আজ মঙ্গলবার গঙ্গাসাগর মেলা আরম্ভে বেণুবন পয়েন্ট পরিদর্শনে এলেন সাগর বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নপর্ষদের চেয়ারম্যান বঙ্কিমচন্দ্র হাজরা। অন্যান্য বছরের তুলনায় এ বছর কপিলমুনি আশ্রমের গঙ্গাসাগর মেলা সম্পূর্ণ আলাদা মাত্রায় দেখা যাবে।

মহামারি করোনা ভাইরাসের ফলে আজ গঙ্গাসাগর মেলার চেহারাটা সম্পূর্ণ ভাবে পাল্টে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মেলা প্রাঙ্গণে রাখা হয়েছে কোভিড হাসপাতাল। সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এমত অবস্থায় স্বাস্থ্য দপ্তর যেভাবে কোভিড পরিস্থিতির উপর জোর দিয়ে দর্শনার্থীদের মেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে তা অতুলনীয়। এবছর বাড়ানো হয়েছে সিসিটিভির মাধ্যমে নজরদারি। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যেখানে সেখানে যাতে কেউ আগুন জ্বালাতে না পারে তার জন্য রাখা হয়েছে বিশেষ নজরদারি।

এই প্রসঙ্গে বিধায়ক বলেন, গত বছরের তুলনায় এ বছর সব দিক দিয়েই নজরদারি রেখেছে রাজ্য সরকার। কভিড পরিস্থিতির উপর বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে।