শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
জানুয়ারি ৭, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: আদালত অবমাননার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী সঞ্জয় বসু বুধবার বাবুলের মুম্বইের অফিস ও রাজ্য বিজেপি-র সদর দফতরে জোড়া চিঠি পাঠিয়েছেন। ৭২ ঘন্টার মধ্যে বাবুলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই মর্মে চিঠি পাঠানো হয়েছে।

ক্ষমা না-চাইলে তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেকের আইনজীবী। সূত্রের খবর, ৩ পাতার আইনি নোটিসে বলা হয়েছে, আদালতের রায়কে অমান্য করে ইচ্ছাকৃত ভাবে বাবুল বছর শেষে অভিষেকের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলেছেন।এবং তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যও করেছেন। তিনি অভিষেককে কটাক্ষ করে বলেন, আইফোন নাম নিতে সকলে ভয় পায়।

আমি ভয় না পেয়েই বলছি গরু বালি লোহা পাচার করেই কালো টাকা তৈরি করেছেন ভাইপো।আর সেই টাকা দিয়েই কলকাতায় মহল বানিয়েছেন। বাবুলের এই মন্তব্যের জন্যই তাঁকে নোটিস দেওয়া হয়েছে। তবে এই নোটিস প্রসঙ্গে বাবুল বলেছেন, আমি এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানি না। উনি তো মাঝে মাঝেই মানহানি মামলার নোটিস পাঠান। আমার আইনজীবী বিষয়টি দেখে নেবেন।