বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নববর্ষ ও পিকনিকের আনন্দে বেপরওয়া যুবসমাজ

News Sundarban.com :
জানুয়ারি ২, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  কে শোনে কার কথা। ইংরাজী নববর্ষের আনন্দে মাতোয়ারা যুবসমাজ। প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায়,পিকনিক স্পটে ৪-৫ টি করে সাউন্ড বক্স বাজিয়ে মদ্যপ অবস্থায় জোরে বক্স বাজাতে বাজতে সুন্দরবনের ঝড়খালি, গদখালি, সজনেখালি, ডাবু সহ নানান স্থানে ভ্রমণার্থীরা যাচ্ছেন ভ্রমণ করতে। স্থানীয় এলাকার সাধারণ মানুষের অভিযোগ যে ভাবে দ্রুত গতিতে গাড়ী গুলো চলাচল করছে তাতে করে সাধারণ মানুষ থেকে শিশু,বৃদ্ধরা অতিষ্ট। এবং প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে,এমন কি মৃত্যু পর্যন্ত

হচ্ছে। প্রশাসন যদি এ ব্যাপারে সঠিকভাবে কঠোর পদক্ষেপ নেন তাহলে এমন দৌরাত্য কমা সম্ভব।

স্থানীয় বাসিন্দা অমর মন্ডল,ইজাজ লস্কর রা জানান “যেভাবে রাস্তার দুপাশে মদের বোতল,প্লাসটিক,খাবারের প্যাকেট ভ্রমণার্থীরা ফেলছেন তাতে করে পরিবেশ যেমন দুষিত হচ্ছে আবার তেমনই নবপ্রজন্মের কাছে খারাপ বার্তা যাচ্ছে”।
বিশেষ করে মদ্যপ অবস্থায় যেভাবে নাচ ও ডিজে গানের বাড়বাড়ন্ত চলছে তাতে করে স্থানীয় এলাকাবাসীদের ক্ষোভ চরমে।