মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃষকদের ভারতের অর্থনীতির মেরুদন্ড বলে অভিহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী

News Sundarban.com :
ডিসেম্বর ৩১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারাও।কৃষক আন্দোলনের জেরে কংগ্রেস শাসিত পাঞ্জাবে মোবাইল টাওয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার নিন্দায় সরব হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কৃষকদের কাছে তাঁর আবেদন, কৃষকরা যেই পন্থা নিয়ে এগোচ্ছে তা নিয়ে আরো একবার ভাবা উচিত। বুধবার রাজধানী দিল্লিতে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই জাতীয় ঘটনা কখনোই কাম্য নয়।

ভাঙচুরের যে ঘটনা ঘটছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত। দেশের অর্থনীতিতে অন্নদাতাদের অবদান অবিস্মরণীয়। সেটাও মানতে চান রাজনাথ সিং। সেই কারণে কৃষকদের তিনি কুর্নিশ জানিয়েছেন।

কৃষকদের ভারতের অর্থনীতির মেরুদন্ড বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কৃষক আন্দোলনে মাওবাদী এবং খলিস্তানি উপাদান রয়েছে বলে কেউ কেউ বলেছিলেন। সেই মন্তব্য’র নিন্দা করেছেন রাজনাথ সিং। এই প্রসঙ্গে তিনি বলেছেন, কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়।