শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

থানার মাঠে শেষ হল ভলিবল টুর্ণামেন্ট

News Sundarban.com :
ডিসেম্বর ২৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে ক্যানিং থানা আয়োজিত ৮ দলীয় এক ভলিবল টুর্ণামেন্ট শেষ হল।

শুক্রবার সন্ধ্যায় ক্যানিং থানা আয়োজিত বার্ষিক শীতকালীন ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় থানার মাঠে। ফাইনাল খেলা হয় অনুষ্ঠিত হয় নবান্ন সংঘ ও ফ্রেন্ডস ক্লাব দলের মধ্যে।নবান্ন সংঘ ১০-২৫ পয়েন্ট পেয়ে জয়লাভ করে। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্রেন্ডস্ ক্লাবের প্রসেনজিৎ নস্কর।ভলিবল টুর্ণামেন্টে শেষে এদিন সন্ধ্যায় জয়ী ও রানার্স টিমের হাতে সুদৃশ্য ট্রফি ও নগদ অর্থ পুরষ্কার তুলে দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিধায়ক শ্যামল মন্ডল।অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং থানার পুলিশ আধিকারীক আতিবুর রহমান,এসআই লিটন হালদার সহ অন্যান্যরা। এদিন বার্ষিক শীতকালীন ভলিবল টুর্ণামেন্ট খেলা দেখার জন্য মহিলাদের সংখ্যা ছিল নজরকাড়া।বার্ষিক এই শীতকালীন টুর্ণামেন্ট শেষে ক্যানিং থানার আইসি ৫৬ জন দুঃস্থ শিশুদের হাতে শীতের পোশাক তুলে দেন।