মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে চন্দ্রিমার হুঙ্কার বাংলায় গণতন্ত্রের মাধ্যমে মহিলারাই মমতাকে তৃতীয় বারের জন্য মূখ্যমন্ত্রী করবেন

News Sundarban.com :
ডিসেম্বর ২৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রাজ্যের আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য রবিবার ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেসের মহিলা সম্মেলনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, “আমি আজ আসার সময় যা দেখলাম তাতে বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মূখ্যমন্ত্রীর আসনে বসাতে বদ্ধ পরিকর মহিলারাই।বিজেপি নামের দল রাজ্যে অরাজকতা সৃষ্টি করে জঙ্গল রাজ করতে চাইছে।

মহিলারা তা কিছুতেই মনে নেবে না। বেশিদিন চলবে না।গণতন্ত্রের মাধ্যমে বাংলার মহিলারাই বিজেপি কে শেষ করে দেবে। কোন পুরুষের প্রয়োজন হবে না। এদিন সরাসরি প্রধানমন্ত্রী কে আক্রমণ করে মন্ত্রী চন্দ্রিমা বলেন, “মমতার শাসনে বাংলার সভ্যতা-সংস্কৃতির ব্যাপকভাবে উন্নয়ণ ঘটেছে। মোদী এখন দিবা স্বপ্ন দেখে বাংলার কৃষক,মনিষীদের দরদ দেখাচ্ছেন। এতোদিন কোথায় ছিলেন?বাংলার মানুষ আপনাদের ধান্দা বুঝতে পেরেছে। তারা বোকা নয়। মানুষের কল্যাণের জন্য কি করেছেন ?মমতা ব্যানার্জীর সরকার বিভিন্ন প্রকল্প মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। স্বাস্থ্যসাথী,সবুজ সাথী,কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প।আম্ফান-এর ত্রাণের জন্য এক হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন।কিন্তু মমতা ব্যানার্জী কত দিয়েছে তার খেয়াল আছে কি?

এখানে বিজেপি সরকার গড়তে গেলে পর জনমে চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন
‘মাঝে মধ্যে বাংলায় এসে বিজেপির বিজয়বর্গীরা গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। সব উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। বাংলার মহিলারা এমন অপমান মেনে নেবে না। তাঁরা ২০২১ এ এর যোগ্য জবাব দিয়ে দেখিয়ে দেবে।”

এদিন ক্যানিং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্য সভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী,জয়নগের সাংসদ প্রতিমা মন্ডল,ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল সহ অন্যান্যরা। এদিন সম্মেলনে প্রায় দশ হাজারেরও বেশী কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। যার সিংহ ভাগই মহিলা।