বিশ্বভারতীর শতবর্ষ হওয়া প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের :মোদি

নিউজ সুন্দরবন ডেস্ক: নতুন ভারত তৈরি করতে বিশ্বভারতী ভূমিকা অপরিসীম। দেশের প্রতীক হলো এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শতবর্ষ অনুষ্ঠান এই রকম মন্তব্য করতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে। বৃহস্পতিবার পালন হচ্ছে বিশ্বভারতীর শতবর্ষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে। কিন্তু করোনা সংক্রমনের কারণে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হতে পারেননি তিনি তবে ভার্চুয়ালি বক্তিতা রেখেছেন তিনি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন আত্মনির্ভর ভারতে ভাবনাও বিশ্বভারতীর শামিল। ভারতকে শক্তিশালী করতেই এই ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মনির্ভর ভারতের ভাবনা শুধু দেশেই নয় গোটা বিশ্বকে দিশা দেখিয়েছে। সূত্রের খবর এদিন বেলা ১১ টা নাগাদ বিশ্বভারতী শতবর্ষের অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল জাগদীপ ধনখর।
তিনি আরো বলেন বিশ্বভারতীর শতবর্ষ হওয়া প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেছেন প্রধানমন্ত্রী।
করোনা আবহে চলতি বছর পৌষ মেলা হচ্ছে না বিশ্বভারতীতে। এই নিয়ে তৃতীয়বার বন্ধ হলো পৌষ মেলা।