বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেলের একাধিক দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে সামিল হলেন বাম কর্মীরা

News Sundarban.com :
ডিসেম্বর ২৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রেলের একাধিক দাবিদাওয়া নিয়ে বিক্ষোভে সামিল হলেন বাম কর্মীরা। মঙ্গলবার বাঁকুড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন বামফ্রন্ট কর্মীরা। তাঁদের দাবি, আরও বেশি সংখ্যক প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চালু করতে হবে। লোকাল ট্রেনগুলিকে এক্সপ্রেস হিসেবে চালানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে। রেলের বর্ধিত ভাড়া বাতিল করতে হবে।

দীর্ঘ আট মাস ধরে বন্ধ থাকার সম্প্রতি বাঁকুড়া স্টেশন দিয়ে শুরু হয়েছে বেশ কিছু ট্রেন চলাচল।কিন্তু এই ট্রেনগুলিকে আপাতত স্পেশাল এক্সপ্রেস ট্রেন হিসাবে চালাচ্ছে রেল দফতর।তাতেই সমস্যায় পড়ছেন ছোট ছোট স্টেশনের যাত্রীরা। ফলে ক্রমেই জোরালো হচ্ছে ওই লাইনে লোকাল ট্রেন চালানোর দাবি। তার জন্যই আজ বাঁকুড়া স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান বামফ্রন্ট কর্মীরা।