শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম টেস্ট ম্যাচের ক্যাপটি নিলাম, কিনে নিয়েছেন ব্যবসায়ী

News Sundarban.com :
ডিসেম্বর ২৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: ক্রিকেটের কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপটি নিলামে সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে (২ কোটি ৯২ লাখ টাকা) কিনে নিয়েছেন একজন ব্যবসায়ী। পিটার ফ্রিডম্যান নামের একজন ব্যবসায়ী ক্যাপটি কিনেছেন। তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত। আমার ইচ্ছা এই ক্যাপ পুরো অস্ট্রেলিয়া ঘুরে মানুষকে দেখাব। খবর স্কাই স্পোর্টসের

ক্রিকেটের কোন স্মারক হিসেবে ব্যাডম্যানের ক্যাপ দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পেল। এর আগে সর্বোচ্চ মূল্য পেয়েছিল শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপ। যা বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে।

গত সপ্তাহে ব্র্যাডম্যানের ক্যাপটি নিলামে তোলা হয়েছিল। কিন্তু সেসময় নিলাম মূল্য ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি না উঠায় তখন সেটি বিক্রি করা হয়নি।

ব্র্যাডম্যান ২০ বছর অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দলটির  এ অধিনায়ক ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত ৫২ টেস্ট ম্যাচ খেলে ৬ হাজার ৬৯৬ রান সংগ্রহ করেন। টেস্টে ৯৯.৯৪ গড়ের জন্য তাকেই ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাটসম্যান মানেন অনেকে।