শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগুনে ভষ্মীভূত চাষীর খড়

News Sundarban.com :
ডিসেম্বর ১৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রাতে আগুন গেলে এক চাষীর খড়ের গাদা পুড়ে ভষ্মীভূত হয়ে গেল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পিয়ালী নদী সংলগ্ন বদুকুলা গ্রামে। স্থানীয় সুত্রে জানাগেছে বদুকুলা গ্রামের কৃষক তরুন নস্কর। তিনি তাঁর ৬ বিঘা জমির ধান কেটে মাঠেই ধান ঝেড়েছিলেন।

রবিবার মাঠের মধ্যে খড়গুলো গাদা দিয়ে রেখেছিলেন । সোমবার সকালে প্রতিবেশীদের কাছে এই কৃষক খবর পায় যে তার খড়ের গাদা আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। তিনি তৎক্ষণাৎ ক্ষেতে গিয়ে দেখেন সব খড় পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে। কৃষক তরুন নস্কর জানিয়েছেন ‘ধার দেনা করে চাষ করেছিলাম। কারোর সাথে শত্রুতা ছিল না। রাতের অন্ধকারে কে বা কারা এমন ঘটনা ঘটালো বুঝে উঠতে পারছি না।

অনেক ধারদেনা করে চাষ করেছিলাম। প্রায় আট হাজার টাকার খড় পুড়ে গিয়েছে। কিভাবে যে দেনা শোধ করবো বুঝে উঠতে পারছিনা। অন্যদিকে স্থানীয় গৃহবধু সাহানারা সেখ জানিয়েছেন ‘সকালে উঠে দেখি তরুনের খড়ের গাদা পুড়ে শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে তাকে খবর দিয়ে জানাই। মনে হয় কোন মদ্যপ ব্যক্তি রাতে যাওয়ার সময় বিড়ি খেয়ে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। ’