শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জ্যোৎস্না মুদ্রিত নারী     

News Sundarban.com :
ডিসেম্বর ১৩, ২০২০
news-image

জ্যোৎস্না মুদ্রিত নারী                                                                                                                                            মাহফুজুর  রহমান সৌরভ

বর্ণিলপ্রভায় সোনারঙ বিকেল শেষে
রাতের অবাধ্য জ্যোৎস্নাকে রেখে দিলাম
তোমার খোলা জানালার বাহুতে
পৃথিবীর দীর্ঘ উড়াল শেষে
ক্ষীণ আলোয় একটি জোনাকি পোকা
তোমার কামিজের অন্ধ ছায়াপথে ভুল ভ্রমণ!
আঙুলের মিহিন স্পর্শে পতঙ্গপ্রান ফিরে দিয়ে
অবশেষে লজ্জারাঙা মায়াবী নোঙর।

তোমর হাসির তরজমায়
ভোর হয় সূর্য হাসে
মুদ্রিত আলো রেখায় মন্ত্রমুগ্ধ হয় সোনার সংসার
দার্শনিক ভাবনায় আমি হেঁটে যাই
জ্যোৎস্না মুদ্রিত নারী আর আলোর মাখামাখি।

শূন্য দশকের কবি মাহফুজুর রহমান সৌরভ। জন্ম ৫ মে ১৯৭৭সালে। বাংলাদেশের চাঁদপুর জেলার মতলব উত্তরম উপজেলার রাঢ়ীকান্দি গ্রামে। স্কুলজীবনে ছড়া লেখার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু।

সাহিত্য সমালোচনা, প্রবন্ধ ও গল্প লেখায়ও তিনি সিদ্ধহস্ত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯ টি। একমুঠো মাটির স্লোগান, আত্মার ভূমিষ্ঠ কান্নাগুলো, তোমার নিশ্বাসে বিষ, বিশ্বাসে ভুল ছিল জমা প্রভৃতি। গীতিকার হিসেবেও মাহফুজুর জনপ্রিয়।