বুধবার, ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিলেন ব্লক কংগ্রেস কমিটি

News Sundarban.com :
ডিসেম্বর ১০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন।
বুধবার নামখানা ব্লকের বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন দিলেন ব্লক কংগ্রেস কমিটি।
পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশ ক্রমে সারা রাজ্যব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবি সহ কয়েক দফার দাবি নিয়ে বিকেল ৩ টায় এই ডেপুটেশন দেওয়া হয়।
গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন নামখানা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রতুল সামন্ত, পল্লব মণ্ডল, রঞ্জিত মন্ডল, বিক্রম কিশোর গায়েন, রবীন্দ্রনাথ বেরা, সুকেশ সি, সমীরন ধারা, সুরজিৎ বেরা সহ একাধিক কংগ্রেসের কর্মী- সমর্থক বৃন্দ।

এই প্রসঙ্গে ব্লক কংগ্রেস কমিটির সভাপতি প্রতুল সামন্ত বলেন, দীর্ঘদিন ধরে বাজারের আলু, পেঁয়াজ থেকে শুরু করে সবজির দাম বেড়েই চলেছে।
এর কোনও সুরাহা করছে না রাজ্য সরকার। দীর্ঘ আট মাস লকডাউনের পর মানুষের আয় একেবারে তলানিতে চলে গেছে।
সে ক্ষেত্রে সাধারণ মানুষের এত দাম দিয়ে সবজি কেনা সাধ্যের বাইরে।
এছাড়া কৃষি বিল নিয়ে যেভাবে পাঞ্জাব থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে যে তুলকালাম চলছে তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাই।