বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দলকে কি বার্তা দিয়ে গেলেন জেপি নাড্ডা, জানতে পড়ুন এখুনি

News Sundarban.com :
ডিসেম্বর ১০, ২০২০
news-image

দল বড় হলে মতানৈক্য স্বাভাবিক। থাকবে ক্ষোভ-বিক্ষোভও। এমন ভরা বাজারে বিধানসভার টিকিট নিয়েও যে লড়াই চলবে, তাও বলাইবাহুল্য। তা আঁচ করেই বুধবার নেতা-কর্মীদের সতর্ক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বললেন,’টিকিট না পেলে দলের জন্য লড়বেন। ঘোঁট পাকাবেন না।’ ভবানীপুরে কর্মসূচির পর আইসিসিআরে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে যোগ দেন নাড্ডা।

সূত্রের খবর, সেখানে তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,’ টিকিট না পেলে অন্য কোথাও যেন মন না চলে যায়। যাঁদের দাঁড়ানোর ইচ্ছা, তাঁরা শিবপ্রকাশজির কাছে নাম দিন। টিকিট পেলে লড়বেন। না পেলে দলের জন্য লড়াই করবেন। ঘোঁট পাকাবেন না।’২০২১ সালের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে। ইতিমধ্যেই বিধানসভা কেন্দ্রের টিকিট নিয়ে বিজেপির অন্দরে উৎসাহ তুঙ্গে।

ছোট-বড় বহু নেতাই প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন। সবাইকে প্রার্থী করা সম্ভব নয়। ফলে দলে অন্তর্ঘাত বা গোষ্ঠীদ্বন্দ্বে আশঙ্কা প্রবল। তার লাভ ঘরে তুলতে পারে শাসক দল। টিকিট না পেয়ে অন্য দলে যাওয়ার প্রবণতাও নতুন নয়। সে জন্য দলকে বার্তা দিয়ে গেলেন জেপি নাড্ডা।