মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দোলনের পর 

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০২০
news-image

আন্দোলনের পর 
কবি কর্ণ বিরহ 

অনুবাদ: বিলোক শর্মা 

আজকাল হাওয়াও কাউকে না ছুঁয়ে বয়ে চলতে চায়
কাউকে না ভিজিয়ে ঝরে যেতে যায় বর্ষা
গানেরা কান থেকে লুকিয়ে চলে
সৌন্দর্যকেও চোখগুলোর উপর কেমন জানি রাগ উঠে।

এটি আন্দোলনের পরের কথা মহাশয়!

বন্দুকের নালীতে বারুদের সেই গন্ধটিই রয়েছে
হাতের তালুতে রেখার আকারও সেটিই রয়েছে
যেরকম রোদ যেমন কাল ছিল আজ তেমনিই রয়েছে
যেরকম চাঁদ যেমন কাল ছিল আজ তেমনিই রয়েছে।

হাসিমুখেই রয়েছে হিমালয় উ..প..রে রোজকার মত
প্রবাহিত হয়েই চলেছে ছোট নদীরা
নী
চে
নী
চে
চোখের জলের মত।

পাখিদের গাওয়া গান সেটাই
মানুষদের কাটানো দিনও সেটাই।

খিদে সেটাই। পরিশ্রম সেটাই।
হাসি সেটাই। কান্না সেটাই।
শোক সেটাই। উৎসব সেটাই।
গতকালের মত আজ ছিল। আজ সেই আজই রয়েছে।

এই আন্দোলনের পরেও সব কিছু সেরকমই রয়েছে মহাশয়!
নেই তো কেবল
আমাদের সঙ্গে নিজেদের কিছু কপাল
যা এক-একটি শহীদ শব্দ লেখার জন্য
কালীরূপে ঝরে শেষ হল
আন্দোলনে।

এটি আন্দোলনের পরের কথা মহাশয়!

-(নেপালি কবিতা ‘আন্দোলনপছি’-এর বঙ্গানুবাদ)

কবি কর্ণ বিরহ নেপালিতে যুব-সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক একজন জনপ্রিয় যুব কবি। নেপালি সাহিত্যে এম.এ. কবি কর্ণ ৩৩ বছর বয়সী এবং রেলিং, দার্জিলিঙের বাসিন্দা ও পেশায় শিক্ষক।

কবি কর্ণের এখন অবধি ‘শব্দ সম্মেলন’, ‘ভক্কানিএকা ভাবনাহরু’, ‘রঙহীন তরঙ’, ‘ভাব/অভাব’, ‘চর্কিএকো ভুঁই’, ‘ডিয়র ডোরেমোন’- মোট ছ’টি বই প্রকাশিত রয়েছে।