শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনে রাখেনি কেউ,তবুও

News Sundarban.com :
নভেম্বর ১৮, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং :  তিনি আর ইহলোকে নেই! সকল কে অন্ধকারাচ্ছন্ন রেখে তিনি ভ্রাতৃদ্বিতীয়ার আগের দিন ইহলোক ত্যাগ করেছেন। তিনি আর কেউ নন,তিনি বিখ্যাত চিত্রাভিনেতা তথা বাঙালীর গৌরব সৌমিত্র চট্টোপাধ্যায়।আশ্চর্য্যের বিষয় সমগ্র ক্যানিংবাসী তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল্য হলে মনে রাখেনি কেউ!তবুও অগত্যা তাঁর আত্মার শান্তি কামনা করে মঙ্গলবার রাতে ক্যানিং বাসষ্ট্যান্ডে এক স্মরণসভার আয়োজন করলেন ক্যানিংয়ের বিশিষ্ট সমাজসেবী সমরেশ দোলুই।

প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করে তাঁর প্রতিকৃতি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ক্যানিংয়ের বিশিষ্ট সমাজসেবী তথা মাতলা ২ গ্রামপঞ্চায়েত প্রধান উত্তম দাস,জেলা তৃণমূল কো-অর্ডিনেটর পরেশরাম দাস,জেলাপরিষদ সদস্য তপন সাহা,মাতলা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস সহ অন্যান্য বিশিষ্টরা।

সমাজসেবী সমরেশ দোলুই জানিয়েছেন “আমাদের বাংলার মান মর্যাদা উচ্চশিখরে পৌঁছে দিয়েছেন প্রচুর কৃতি সন্তান।তাঁরা আজ নেই!তবে তাঁরা আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন।তাঁদের কর্মপ্রণালীর পথ আমাদের আগামী দিনের চলার অন্যতম নির্দশন।সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের মধ্যে এক ঊজ্জলতম নক্ষত্র।”