শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত প্রায় ১২টায় ৭০ বছরের বৃদ্ধাকে বাঁচাতে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েন পুলিশ

News Sundarban.com :
নভেম্বর ১৫, ২০২০
news-image

জল তুলতে গিয়ে কুয়ায় পড়ে গিয়েছিলেন ৭০ বছরের এক বৃদ্ধা। আশপাশের মানুষ বিষয়টি টের পেলেও বৃদ্ধাকে উদ্ধার করতে পারেননি। পরে খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এসময় এক মুহূর্ত সময়ও নষ্ট না করে ওই বৃদ্ধাকে বাঁচাতে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়েন এক পুলিশ কনস্টেবল।  ‌ঘটনাটি  অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার গুডুর গ্রামের।

জানা গেছে, নিজের বাড়িতে কুয়া থেকে জল তুলতে গিয়েছিলেন বৃদ্ধা সাবিত্রী। কিন্তু জলের পাত্রের ওজন সামলাতে না পেরে কুয়ায় পড়ে যান তিনি। তখন রাত প্রায় ১২টা বাজে। ঘটনার পর আশপাশের লোকজন স্থানীয় থানায় ফোন করে। খবর পেয়ে ছুটে আসেন দুই পুলিশ কনস্টেবল এ শিবকুমার এবং শ্যাম। এসে দেখেন কুয়ার চারদিক ঘিরে দাঁড়িয়ে আছেন গ্রামবাসী। তারা বৃদ্ধাকে সাহায্যের চেষ্টা করেছেন। কিন্তু কুয়ার ভেতরে গভীর অন্ধকারের কারণে কিছুই দেখতে পাচ্ছিলেন না তারা।

এসময় এক মুহূর্তও না ভেবে কুয়ার জলেতে ঝাঁপ দেন এ শিবকুমার। চারপাশ তখন অন্ধকার। কুয়াটিও অনেক গভীর। আশপাশে কোনও মই বা দড়িও ছিল না। কিন্তু এসব কিছুই ভাবেননি শিবকুমার।