বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীতে ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও কম্বল বিতরণ

News Sundarban.com :
নভেম্বর ১৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:   করোনা তান্ডবে লকডাউনে দিশেহারা সাধারণ মানুষ। তার উপর গত ২০ মে সুন্দরবনের বুকে আছড়ে পড়েছিল আম্ফান।সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে প্রত্যন্ত সুন্দরবনের হতদরিদ্র পরিবার গুলো জর্জরিত। এমনকি তাঁরা সবকিছু হারিয়ে যখন সর্বস্বান্ত,ঠিক তখনই কয়েকদিনের জন্য তাঁদের আহারের ব্যবস্থা করে ‘উষশি’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।

পুনরায় আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন উষশি।
শনিবার সকালে প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের বাসন্তী জুনিয়র বেসিক স্কুলের ১৫০ জন শিশুকে পড়াশোনার সামগ্রী সহ পেন, খাতা, রংপেন্সিল তুলেদেন।পাশাপাশি শীতের শুরুতেই অসহায় বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের কম্বল, মেয়েদের পোশাক ও খেলার জন্য ফুটবল দিলেন উষশি।পাশাপাশি সকলের জন্য দুপুরের আহারেরও ব্যবস্থা করলেন।

উষশির অন্যতম সদস্য অর্ধেন্দু শেখর ঘোষ বলেন ‘আগামী দিনে এই স্কুলের ৬-১২ বছর বয়সী শিশুদের কে লেখাপড়াযর জন্য সমস্ত রকম সহযোগিতা করা হবে।’
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের পরিবেশপ্রেমী প্রাবন্ধিক তথা প্রাক্ত শিক্ষক প্রভুদান হালদার,বাসন্তী হাইস্কুলের সভাপতি অজয় দে,নসের আলি মোল্লা সহ অন্যান্য বিশিষ্টরা।