কোচবিহার জেলা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল

নিউজ সুন্দরবন ডেস্ক: জেলা প্রশাসনের একটা অংশ বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন প্রটোকল মানছেন না । তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন সমস্ত বিষয়টিকে কেন্দ্রকে জানাবেন। এভাবেই কোচবিহার জেলা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
বৃহস্পতিবার রাজ্যপাল টুইট করে জেলার প্রশাসনিক আধিকারিকদের রাজনৈতিক দলের তাবেদারী করার অভিযোগ তোলেন। এমনকি প্রশাসনের তরফে কোনও প্রটোকল মানা হয় নি বলে অভিযোগ করেন তিনি।
প্রটোকল অনুযায়ী রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। কিন্তু রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হল না। সেই সঙ্গে টুইটে কোচবিহারের জেলা শাসক এবং পুলিশ সুপারের অনুপস্থিতির কথাও উল্লেখ করেছেন তিনি।এ বিষয়ে রাজ্য পুলিশের কেউই কোনো কথা বলতে চাননি।