বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সমীক্ষার হিসেব উল্টে দিয়ে পাটলিপুত্রের লড়াইয়ে জয়ী এনডিএ

News Sundarban.com :
নভেম্বর ১১, ২০২০
news-image

বিহারে চমক দিল বিজেপি। সমীক্ষার হিসেব উল্টে দিয়ে পাটলিপুত্রের লড়াইয়ে জয়ী এনডিএ। ভোটপর্বের থেকেও বেশি উত্তেজনা ছিল টানটান গণনাপর্বে। দিনশেষে নীতীশের কাণ্ডারির ভুমিকায় বিজেপি। আর মহাজোট হারলেও নজর কাড়লেন তেজস্বী।

২৪৩ আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিহারে ১২৫ আসনে জয়ী হয়েছে এনডিএ, ১১০ আসন পেয়েছে আরজেডি-জোট। আরও একবার পটনার কুর্সিতে বসতে চলেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। ফের আরেকবার বিহারের একক বৃহত্তম দল লালুপ্রসাদের দল আরজেডি। বিহারে কোনওক্রমে সরকার বাঁচিয়ে ফেলছেন নীতীশ কুমার।

ম্যাজিক ফিগার ১২২। এনডিএ জিতেছে ১২৫ আসনে।  এনডিএ-র মধ্যে বিজেপি ৭৪ আসনে জয়ী হয়েছে। জেডিইউ ৪৩, ভিআইপি ও এইচএএম চারটি করে আসনে জিতেছে। মহাজোটের মধ্যে আরজেডি ৭৫, কংগ্রেস ১৯, বামেরা ১৬টি আসন পেয়েছে।

ভোট শতাংশের বিচারে আরজেডি সবচেয়ে বেশি ২৩.১ শতাংশ ভোট পেয়েছে। কংগ্রেসের পেয়েছে ৯.৪৮ শতাংশ, বাম দলগুলি ১.৪৮। এনডিএ-এর মধ্যে বিজেপি ১৯.৪৬ শতাংশ, জেডিইউ ১৫.৩৮ শতাংশ ভোট পেয়েছে। অন্যান্যদের মধ্যে এলজেপি ১, এআইএমআইএম ৫, বিএসপি ১,  ও নির্দল এক আসনে জয়ী হয়েছে।-zee24