শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ের পর অভিনন্দন- টুইটে ভাসলেন বাইডেন

News Sundarban.com :
নভেম্বর ৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  দীর্ঘ জল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাট পার্টীর জো বাইডেন। নির্বাচনে জয়ের পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন তাঁর দলের বর্তমান ও প্রাক্তন নেতারা। ছিলেন প্রাক্তন প্রেসিডেন্টরাও। তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন প্রতিদ্বন্দ্বী দল রিপাবলিকানের নেতারাও।

বাইডেনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সিনেটর মিট রমনি। ২০১৬ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পের বিপক্ষে লড়েছিলেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রাক্তন গভর্নর জেব বুশ। তিনিও জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি বাইডেনের উদ্দেশে লিখেছেন, ‘আমি আপনার সফলতার জন্য প্রার্থনা করতে থাকব।’
বাইডেনের জয়ের খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি জানি, বাইডেন প্রতিটা মার্কিন জনগণের স্বার্থে হৃদয় থেকে কাজ করবেন।’

প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও অভিনন্দন জানিয়েছেন বাইডেনকে। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমেরিকার জনগণ কথা বলেছে এবং গণতন্ত্রের বিজয় হয়েছে। এখন আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট ও নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট আমাদের জন্য কাজ করবেন এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবেন।’
বাইডেন ও কমলার জয়ে প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারও অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তাঁরা (বাইডেন ও কমলা) যে ইতিবাচক পরিবর্তন আনবেন, তা দেখার প্রত্যাশায় রয়েছি।’
আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও অভিনন্দন জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘ভোটারেরা কথা বলেছেন এবং তাঁরা আমাদের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও কমলা হ্যারিসকে বেছে নিয়েছেন। এটি ঐতিহাসিক এক রায়, আর ট্রাম্পের প্রতি অস্বীকৃতির প্রকাশ। আমেরিকায় নতুন এক অধ্যায় সূচিত হলো। এটা সম্ভব করতে যারা সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেককেই ধন্যবাদ।’