বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা কংগ্রেসে

News Sundarban.com :
নভেম্বর ৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা কংগ্রেসে। তিনদিনের রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। তিনি ফিরে যেতেই কংগ্রেস শিবিরে ভাঙন। শনিবার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম। তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আইপিএস।

সূত্রের খবর, তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম।
তৃণমূলে যোগ দেওয়ার পর কাজি আব্দুল রহিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন রাজ্যকে বিজেপি থেকে মুক্ত করতে।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন তিনি। কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।এদিন তৃণমূল ভবনে গিয়ে বেশ কয়েকজন আইপিএস তৃণমূলে যএাগ দেন। সেই তালিকায় রয়েছেন আইজিপি ও ডেপুটি আইজিপি পদমর্যাদার প্রাক্তন ৩ আধিকারিক। সেই তালিকায় রয়েছএন, গজমীর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিত বন্দ্যোপাধ্যায়।