শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন

News Sundarban.com :
নভেম্বর ৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এখন পাখির চোখ সারা বিশ্ব। প্রেসিডেন্ট নির্বাচনের পর হোয়াইট হাউসে কে বসবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। ডেমোক্রেসি এবং রিপাবলিকান পার্টির সমতা বজায় রেখে যে ভাবে একে অপরের টানাপোড়েন চলছে তা আমেরিকা মানুষের কাছে একটা দৃষ্টান্ত উঠে আসছে। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অঙ্কের হিসাবে এখনো ম্যাজিক ফিগার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পাওয়ার সম্ভাবনা আছে।
ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের খবর বলছে, অঙ্গরাজ্যভিত্তিক জয় এখন পর্যন্ত জো বাইডেন ২৫৩ ভোট ইলেকটোরাল কলেজ ভোট পাচ্ছেন।

আর ট্রাম্প পাচ্ছেন ২১৪ ভোট। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজন ২৭০ টি। বেশির ভাগ অঙ্গরাজ্যেই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। শেষ ছয়টি রাজ্যে এখন ঝুলে রয়েছে তাঁদের ভাগ্য। নির্বাচনের উত্তেজনা-আগ্রহ আছড়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। তাদের প্রতীক্ষার প্রহর শেষ হলো বলে! অঙ্গরাজ্যগুলো অ্যারিজোনা, নেভাদা, পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কা। এর মধ্যে নেভাদা অঙ্গরাজ্যের ৮৬ শতাংশের বেশি ভোট গণনা শেষ। এই অঙ্গরাজ্যেও এগিয়ে আছেন বাইডেন।

তিনি ৪৯ .৩ শতাংশ ভোট পেয়েছেন, বিপরীতে ট্রাম্পের ভোট ৪৮ . ৭ শতাংশ। এখানে ইলেকটোরাল কলেজ ভোট ৬টি।

এদিকে পরাজয় আভাস পেয়ে ট্রাম্প শিবিরে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে সুইং স্টেট উইসকনসিনের ভোট পুনর্গণনা করার আবেদন করবে বলে জানিয়েছে তারা।তবে নিজেকে এখনই বিজয়ী বলতে নারাজ বাইডেন।