শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাটসম্যানকে হেলমেট পরে খেলা বাধ্যতামূলক, পরামর্শ দিয়েছেন শচীন

News Sundarban.com :
নভেম্বর ৪, ২০২০
news-image

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার সবকিছুর আগে খেলোয়াড়দের নিরাপত্তার দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। পেস বোলার হোক কিংবা স্পিনার সকলের বিপক্ষে ব্যাটসম্যানকে হেলমেট পরে খেলা বাধ্যতামূলক করতে বলেছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের একটি ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরির মালিক শচীন। রান নেওয়ার সময় পাঞ্জাব ক্রিকেটারের থ্রো করা একটি বল গিয়ে লাগে বিজয় শঙ্করের হেলমেটে। তাৎক্ষনিক মাটিতে শুয়ে পড়েন হায়দরাবাদ অলরাউন্ডার।

বাজেভাবে তার ব্যথা পাওয়া দেখে মাথায় হাত বেঞ্চে বসে থাকা অন্য ক্রিকেটারদের। টিম ডক্তরও ছুটে আসেন মাঠে। সেবা নিয়ে সুস্থ হয়ে যান শঙ্কর। ওই ঘটনাকে উদাহরণ হিসেবে টেনেছেন শচীন। যদি শঙ্কর স্পিনের বিপক্ষে হেলমেট ছাড়া খেলতেন এবং থ্রো করা বল মাথায় এসে লাগতো তবে বিপদ ঘটে যেতে পারতো। সেজন্য তিনি ব্যাটিংয়ের সময় হেলমেট বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন।