বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার দীপাবলি ও  কালীপুজোয় শব্দবাজি পোড়াবেন না : আলাপন বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
নভেম্বর ৪, ২০২০
news-image

মঙ্গলবার এক নবান্নে এক সাংবাদিক সম্মেলনে, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এবার দীপাবলি ও  কালীপুজোয় শব্দবাজি পোড়াবেন না। সংযত, শান্তিপূর্ণভাবে পুজো করুন। দুর্গা পুজোয় যে ভাবে সরকারকে সহযোগিতা করেছিলেন সেভাবেই এবার কালীপুজো, দীপাবলি পালন করুন।

পাশাপাশি কালীপুজোর বিসর্জনে কোনও শোভাযাত্রা নয়। পুজোয় যে প্যন্ডেল হবে তার মাথার ওপরে ছাউনি থাকলেও চারপাশ খোলা রাখতে হবে।মুখ্যসচিব আরও বলেন, রাজ্যে করোনার এই পরিস্থিতিতে বহু মানুষ কোভিড কোমরবিটিতে ভুগছেন, অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। শব্দবাজি ফাটানো হলে যে দূষণ তৈরি হবে তা করোনা রোগীদের জন্য মারাত্মক হতে পারে। যে সব বাজি ইতিমধ্যেই নিষিদ্ধ সেগুলো তো নয়ই, অন্যান্য বাজিও ফাটানো যাবে না।-zee24