শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুনর্জন্ম

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০২০
news-image

পুনর্জন্ম
পবিত্রভূষণ সরকার

ভয় ছিল, তুমি কি তলিয়ে যাবে গভীর খাদে
ভয় ছিল, তুমি ফিরবে কি আবারো ধেই ধেই নাচে
আমার বুকের কান্নার আওয়াজ
আমার অন্তরাত্মা শোনে
আমার চোখের জলে
তোমার নাড়ীর বন্ধন কাঁপে সির সির
আমি জেগে থাকি তোমার পথ চেয়ে
এ তো এ জন্মের একদিনের নয়
বহুদিন বহুকাল এসব শোনায়
এ সব ধ্রুব সত্য কেউ কি মানে?
কেউ কি ধ্যান করে অতীন্দ্রিয় শক্তির

তুমি ছিলে সেদিনও, মনে পড়ে?
এক সাথে এক ঘরে এক শয্যায়
পঞ্চাশের দুর্ভিক্ষে তুমি গেলে দূরে
আমি পড়ে রইলাম শ্মশানে
তারপর আবারো ফিরে আসা
তুমি গেলে বহু দূর
খুঁজে পাইনিকো তোমায়
তারপর সেই এলে, মনে হয় তুমি নেই
তুমি ভাবো—আমি নেই
এও কি কখনও হয়?

কবি, গল্পকার, নাট্যকার ও প্রাবন্ধিক পবিত্রভূষণ সরকার। শিক্ষাগত যোগ্যতা এমএবিটি। পদ্মেশ্বরী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এই অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি আলিপুরদুয়ার সূর্যনগরে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ”কালজানি”, “জলতরঙ্গে”, ” বুকের মাঝে সাগরের ঢেউ” ও “আলো জ্বললেই অন্ধকার”। তাঁর নাটকের বইঃ” মঞ্চসফল নাটক ও গীতিআলেখ্য”। প্রবন্ধের বই “এই সময়ের কথামালা”।