শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের ইতিহাসে এই প্রথম কংগ্রেস রাজ্যসভায় নেমে এল ৪০ এরও নীচে

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০২০
news-image

সোমবার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন বিজেপির ৮ সাংসদ। উত্তরাখণ্ড থেকে জিতেছেন আরও ১ জন। সবেমিলিয়ে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্য়া হল ৯৪। অন্যদিকে, রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে হল ৩৮। দেশের ইতিহাসে এই প্রথম কংগ্রেস রাজ্যসভায় নেমে এল ৪০ এরও নীচে। এনিয়ে আজ সোনিয়া গান্ধী শিবিরকে নিশানা করেন নরেন্দ্র মোদী।

মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে ফরবেসগঞ্জের এক সভা থেকে কংগ্রেসকে তুলোধনা করলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, এখন কংগ্রেসের এমন অবস্থা যে আপনি যদি সংসদের দুই কক্ষে কংগ্রেসের সদস্য সংখ্যা যোগ করেন তাহলে দেখবেন তাদের হাতে ১০০ জন সাংসদও নেই। প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস কখনও আসল ইস্যুর সমাধান করেনি। তাই তাদের তাদের সংখ্যা ১০০ নীচে নেমে গিয়েছে।-zee24