বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কোজাগরীর আরাধনায় মাতছে নামখানা ব্লক

News Sundarban.com :
অক্টোবর ২৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। এই কোজাগরী লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে গ্রামেগঞ্জের রাস্তার মোড়ে মোড়ে চলছে শেষ লগ্নের মণ্ডপ তৈরি প্রস্তুতি। নামখানা ব্লকের বিভিন্ন গ্রামেগঞ্জে, এমনকি বাড়িতে বাড়িতে এই লক্ষ্মীপুজো হয়ে থাকে। নামখানার শিবরামপুর গ্রামের একটি মণ্ডপে গিয়ে লক্ষ্মীপুজোর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, তারা সারা রাত প্যান্ডেলের কাজ এমনকি ফুলের কাজ ও আলোকসজ্জার কাজ করবেন।

আরেকটি পুজো মণ্ডপের উদ্যোক্তারা বলছেন, তাঁদের প্যান্ডেল তৈরি করতে অনেক রাত হয়ে যাবে। গোটা রাতও লেগে যেতে পারে।
দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঠিকই। কিন্তু লক্ষ্মীপুজোতেও আনন্দ কোনও অংশে কম নয়।
এই করোনা পরিস্থিতিতে বিগত বছরের তুলনায় এ বছরও গ্রামেগঞ্জের লক্ষ্মীপুজোর চেহারাটা একই। সবদিক দিয়ে দেখতে গেলে করোনার ফলে অর্থনৈতিক ভাটা থাকলেও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাঁর আরাধনায় মাতে উঠছে চাইছে সবাই।