বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁচার  আনন্দ 

News Sundarban.com :
অক্টোবর ২৩, ২০২০
news-image
বাঁচার  আনন্দ 
ম তি ন  রা য় হা ন
বেঁচে থাকাটাই মূলকথা। এর চেয়েও আনন্দ? নেই।
প্রকৃতিতে প্রাণ আছে, আছে হৃদয়মথিত প্রেম! এই
যে পথের পাশে ফুটে আছে কল্লোলিত কলাবতী
এ তো প্রেমেরই নম্র আবাহন। ভোরের সূর্যের কাছে
রোদ চেয়ে যখন হবে না বিমুখ, তখন নদী এসে
তোমাকে শোনাবে গান ইমনকল্যাণ রাগে; প্রত্নগুহা
থেকে ঠিকরে বেরোবে আলো; গুহায় বসতি কার?
যারা গুহাবাসী তারা তো স্বজন আমাদের। আমরা
তাদের উত্তরাধিকার। প্রজন্মে প্রজন্মে বন্ধনের গল্পে
হেসে ওঠে স্তনফুল, সুরভি ছড়ায়… চুম্বনের তীব্র
আলোড়নে যদি ভূকম্পন অনুভূত হয়, তবে অযথা
খোঁজো না রিখটার স্কেল! আনন্দ এমন প্রভাবক
হতে পারে! তোমার ঠোঁটের কোণে যদি সদ্যফোটা
চাঁপা দেখি তবে আমিও ডুবসাঁতারে ভুবন ভাসাবো!
ঘূর্ণিস্রোতে যে হারায়, হারাক; আমি তো ভাসি থইথই!
বেঁচে থাকাটাই মূলকথা। এর চেয়েও আনন্দ? নেই।
কবি মতিন রায়হান। জন্ম ১৯৬৭ সালের ২২ জুলাই। জন্মস্থান:বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের কোরবানপুর। মতিন রায়হান বাংলাদেশের নয়ের দশকের একজন আলোচিত কবি।
কবিতা, প্রবন্ধ সহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫ টি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে তিতাস পুরাণ, পাতাকাহিনির খোঁজে, আগলে রাখি নদীর সম্ভ্রম ও নদীমগ্ন বাউলের গান রয়েছে। লালন শাহ, হাসন রাজা ও জসিমউদ্দিনের কিশোর জীবনীর রচয়িতাও তিনি।