তালেবানের হামলায় নিহত আফগানিস্তানে অন্তত ৩৪ জন নিরাপত্তাকর্মী

তালেবানের হামলায় আফগানিস্তানে অন্তত ৩৪ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার উত্তরাঞ্চলীয় প্রদেশ তাকহারে এই হামলার ঘটনা ঘটে বলে আল জাজিরা জানিয়েছে।
তাকহারের স্বাস্থ্য পরিচালক আব্দুল কাইয়ুম এএফপিকে বলেছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রদেশের উপ পুলিশ প্রধানও রয়েছেন।
বিবিসি বলছে, তালেবান ও সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে বিবাদমান তাকহার প্রদেশের বাহারাক জেলায় রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয়রা রাজনৈতিক নেতারা।তাকহার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হিজরি বলেন, দুই পক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলছে। তালবানেরও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।