বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যা পরিস্থিতি নিয়ে অর্থ সাহায্য দিয়ে তেলেঙ্গানার পাশে দাঁড়ালেন মমতা

News Sundarban.com :
অক্টোবর ২১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  ফের কল্পতরু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অর্থ সাহায্য দিয়ে বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালেন মমতা।
বন্যা বিধ্বস্ত সেরাজ্যের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু’কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর সঙ্গে সে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

পরে একটি চিঠি লিখে তিনি আনুষ্ঠানিকভাবে এই অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় তেলেঙ্গানায় বহু মানুষের জীবনহানি হয়েছে, অর্থ এবং সম্পত্তির ক্ষতি হয়েছে।
আম্ফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ সেখানকার মানুষের দুরবস্থার কথা অন্তর থেকে উপলব্ধি করতে পারছে।
তাই সহমর্মিতা নিদর্শন স্বরূপ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থসাহায্য দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকা। আরও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

এখনও উত্তর-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। তার ফলে আরও বৃষ্টির আশঙ্কা।
প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেলেঙ্গানার। চাষের জমি ভেসে গিয়েছে। ভেঙেছে বহু বাড়ি। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে অন্তত ৮০ জনের।