বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বর বলে যাকে চিনেছি

News Sundarban.com :
অক্টোবর ২১, ২০২০
news-image

ঈশ্বর বলে যাকে চিনেছি
প্রসাদ সিং

পার্লামেন্টে মুজরা করা থেকে দলাদলি পর্যন্ত
নরক অবধি আমাকে নিয়ে চলো
এই জিভ আমার নিজস্ব যৌনাঙ্গ চেটে নিচ্ছে
আমি অপ্সরাদের যোনি চাটতে চাই
বাজারে বিশেষ ধরনের জিভছুলা পাওয়া যাচ্ছে
সকালে আপনাদের বেসিনে এতো ধুলো কেন
চোখে ধুলো দিয়েই রাষ্ট্র চুমু এঁকে দেয় ঠোঁটে
বলে, এসো, লুকোচুরি খেলি
ঈশ্বরেরও প্রেমের দায়েই হয়েছে
নির্মমতম পাপ
ঈশ্বর, তুমি পদত্যাগপত্র দাও
অনেকদিন আমি সিভিক জল্লাদ,
ঘুরে বেড়াচ্ছি
এবার সম্পূর্ণ বেতন চাই,
অপ্সরার যোনি সমেত

কবি প্রসাদ সিং। ঝাড়্গ্রাম জেলার চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের মরাইখুঁটি গ্রামের যুবক। জন্ম ১৯৯৮ সালের ১১ জুলাই। ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে ইংরেজিতে স্নাতক এই কবি অষ্টম শ্রেণির হোমওয়ার্কের খাতায় নিজের কবিতা লিখে ফেলেন।

কবি প্রসাদ সিং-এর পেশা টিউশন। আর নেশা বলতে ২০১৬ সাল থেকে পুরোদমে কবিতায় ডুবে আছেন। ‘অর্কপত্র’, ‘মেঘের বাড়ি’ পত্রিকায় নিয়মিত কবিতা লেখেন।