বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোর চারদিনই গোটা রাজ্য জুড়ে চলতে পারে বৃষ্টির তাণ্ডব

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  রাজ্যজুড়ে পুজোর মরশুম। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।
আনন্দের আবহে ভাবাচ্ছে আবহাওয়া। রোদ ঝলমলে আবহাওয়ার মধ্যে ভ্যাপসা গরম।
করোনা আতঙ্কে এমনিতেই পুজোয় ঠাকুর দেখা, প্যান্ডেল হোপিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তার মধ্যে হানা দিতে চলেছে বৃষ্টি। হাওয়া অফিস বলছে, পুজোর চারদিনই গোটা রাজ্য জুড়ে চলতে পারে বৃষ্টির তাণ্ডব।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে।
ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও সময় লাগবে।
ওড়িশা ওআন্দামান নিকোবরে বৃষ্টি হয়েছে। স্বল্প বৃষ্টি হয়েছে সিকিম এবং পশ্চিমবঙ্গে। তবে বিহার ও ঝাড়খণ্ডের আবহাওয়া শুকনো রয়েছে।
ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে জন্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস। তবে হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
জানা গিয়েছে, বুধবার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ৪৮ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রামকে বাদ দিয়ে সমগ্র দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।