শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেকার যুবকদের সুযোগ দিচ্ছেন রোটারি ক্লাব অফ চন্দননগর এবং দক্ষিণ চন্দনপরি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি

News Sundarban.com :
অক্টোবর ১৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রোটারি ক্লাব অফ চন্দননগর এবং দক্ষিণ চন্দনপরি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে এল অ্যান্ড টি এর সহায়তায় একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করছে। এটিতে দুই ধরণের প্রশিক্ষণ মডিউল রয়েছে: ১) সিভিল ২) মেকানিকাল।

Sl 2 এর জন্য প্রবেশ স্তর আইটিআই । ট্রেড – ওয়েল্ডিং ও ইলেকট্রিকাল। Sl 1 এর জন্য- পঞ্চম শ্রেণি – দ্বাদশ পাস হতে হবে। (বয়স ১৮-৩০ বছর) ট্রেডস: মেসন, পেইন্টিং, কার্পেন্ট্রি।
এটি তিন মাসের একটি কোর্স।
বর্তমানে মহামারীর কারনে ৪৫ দিনের অন লাইন এবং ৪৫ দিনের আবাসিক কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ হবে। সফল সমাপ্তিতে প্রার্থীদের বিভিন্ন তালিকাভুক্ত প্রকল্পে ইন্টার্নশিপ দেওয়া হবে।
বেতন ১১,০০০/ – এবং বেতন ১৩,০০০ / – উপবৃত্তি প্রদান করা হবে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় বছরের সময়কালে।

সমস্ত আগ্রহী ব্যক্তিরা তাদের বাও-ডাটা ও আবেদন মেইল ​করুন ([email protected]) । বর্তমান মহামারী পরিস্থিতিতে বেকার যুবকদের পক্ষে এটি একটি বিশাল সুযোগ।