শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গাঁজা সহ সাতজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ

News Sundarban.com :
অক্টোবর ১৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: গাঁজা সহ সাতজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। শনিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটে হাড়োয়া খাল এলাকায় হানা দিয়ে ৪৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে রাজারহাট থানার পুলিশ ।আটক হয়েছে ১ লক্ষ ৬ হাজার টাকা এবং একটি বাইক। দুইজন পাচারকারীরা হল মধ্যমগ্রামের বাসিন্দা ঝন্টু দাস ও নিউটাউনের বাসিন্দা মিলন মন্ডল।

সূত্রের খবর,কলকাতার বিভিন্ন এলাকয় এইভাবে ভিন রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে গাঁজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীদের সঙ্গে বড় কোনো পাচারকারীরা জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওড়িশা থেকে এদের কাছে এই গাঁজা আসে।রবিবার ধৃতদের বারাসাত কোর্টে তুলে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।