বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দারুণ এক হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিয়েছেন পিএসজি তারকা নেইমার

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০২০
news-image

পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। দু’বার পিছিয়ে পড়েও দারুণ এক হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিয়েছেন পিএসজি তারকা নেইমার। ওই হ্যাটট্রিকে ব্রাজিল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন ২৮ বছর বয়সী নেইমার।

ব্রাজিলের জার্সিতে সাবেক বার্সেলোনা তারকার গোল এখন ১০৩ ম্যাচে ৬৪টি। দলের হয়ে প্রথম গোল করে নেইমার স্পর্শ করেন ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করা রোনালদো নাজারিওকে। দ্বিতীয় গোলেই ছাড়িয়ে যান তাকে। পরে হ্যাটট্রিক করে ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিফা কনফেডারেশন কাপ জেতা রোনালদোর চেয়ে গোল সংখ্যা আরও বাড়িয়ে নেন নেইমার।

দেশের জার্সিতে গোলের হিসাবে তার সামনে এখন আছেন কেবলই পেলে। ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি ও তিনটি বিশ্বকাপের নায়ক করেছেন ৭৭ গোল। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওই গোল করেছেন পেলে। আর ঘন ঘন ইনজুরিতে পড়া রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১৭ বছরের। নেইমার এরই মধ্যে ব্রাজিলের জার্সিতে খেলেছেন ১০ বছর।