শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ মাস পর গৃহবন্দী দশা থেকে মুক্তি মেহবুবা মুফতি

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০২০
news-image

জম্মু ও কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ১৪ মাস পর গৃহবন্দী দশা থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাতে তাকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার। এ পদক্ষেপের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীর বিশেষ সাংবিধানিক মর্যাদা হারায়। ওই সময রাজ্যের অন্যসব নেতাদের সঙ্গে মেহবুবাকেও আটক করা হয়। সেই সঙ্গে রাজ্যকে দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করা হয়।

বিতর্কিত আইনের আওতায় বিনা অভিযোগে মেহবুবাকে সর্বোচ্চ দুই বছরের জন্য গৃহবন্দী করা হয়েছিল।
মেহবুবার মেয়ে মায়ের আটককে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন।

মায়ের মুক্তির পর মঙ্গলবার মেহবুবার মেয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে টুইটারে লিখেছেন, ‘ অবেশেষে মুফতির অবৈধ আটক শেষ হলো। এই কঠিন সময়ে আমাকে সমর্থনকারী সকলকে ধন্যবাদ জানাই’।