শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌখিন ও সুস্থ জীবন যাপন করা সত্বেও রোনালদো আক্রান্ত হলেন করোনায়

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: পর্তুগিজ ‘ফুটবল যুবরাজ’ ক্রিস্টিয়ানো রোনালদো করোনায় আক্রান্ত হয়েছেন। সুইডেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে তিনি খেলতে পারছেন না।
সুন্দর পরিকাঠামোর মধ্যে অনুশীলন ও সৌখিনতা ও সুস্থ জীবন যাপন করা সত্বেও রোনালদো আক্রান্ত হলেন করোনায়।

দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানান, ‘জাতীয় দলের অনুশীলন থেকে সরিয়ে নেওয়া হয়েছে রোনালদোকে। করোনা আক্রান্ত হওয়ায় তিনি সুইডেনের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তার দেহে করোনার উপসর্গ ছিল না। তিনি ভালো আছেন এবং নিয়ম অনুযায়ী আইসোলেশনে আছেন।’
সিআরসেভেন করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার দলের বাকী ফুটবলারদের করোনা পরীক্ষা করানো হয়। তবে তাদের সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার বিকালে কোচ ফার্নান্দো সান্তোসের অনুশীলনেও তারা যোগ দেন।
রোনালদোকে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। তিনি তাই জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শুরুর ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে আগামী ২০ অক্টোবর খেলতে পারবেন না বলেই মনে হচ্ছে।
রোনালদোর করোনা হওয়ার ফলে, দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের কাছে তৈরি হয়েছে হতাশার বাতাবরণ।
কিন্তু প্রশ্ন থেকেই যায়, কবে আবার মাঠে দেখব রোনালদোকে। তুমি আগের মতো ভালো পারফর্মেন্স করতে পারবে তো। ক্রিয়া প্রেমীদের আনন্দে ভরিয়ে দেবে তো। এইসব প্রশ্নের মধ্যেই দূরে রয়েছেন রোনালদোর ক্রীড়াপ্রেমীরা।

এর আগে ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য সমতার ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো।